চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রফিক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো, আতিকউল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু সালেহ্, মো. সহিদউল্লাহ, বিল্লাল হোসেন পাটোয়ারী, মো. মঞ্জুরুল আলম, মো. আমিনুল ইসলাম প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন জুহায়েব মাহতাব, তানভির হোসেন।
ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ১০ শ্রেণীর শিক্ষার্থী মো আব্দুল্লাহ, মোজাম্মেল হক।
মানপত্র পাঠ করে ১০ শ্রেণীর ছাত্র আনসার আহমেদ। বিদায়ী ছাত্রদের মধ্যে মানপত্র পাঠ করে শাহরুখ আলম। প্রবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ১০ শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেন। ইসলামী সংঙ্গীত পরিবেশন করে ৭ম শ্রেণীর ছাত্র জিহাদ শেখ ও ১০ শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রাক্তণ শিক্ষক মাওলানা মো. জহুরুল হক। দোয়া ও মোনাজাত শেষে হাম, নাত, আজান ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৫:০০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur