চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ আব্দুর রাব্বী তালুকদারকে নামে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে শহরের বাহের খলিশাডুলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় চোরাইকৃত মটর সাইকেল জব্দ করা হয়। আটক রাব্বী ওই এলাকার আবুল কালাম তালুকদারের ছেলে।
অভিযান পরিচালনাকারী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রহলাদ রায় বলেন, ‘আটক আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’
প্রতিবেদক: আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur