Home / চাঁদপুর / ‘মাদকসেবীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন’
‘মাদকসেবীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন’

‘মাদকসেবীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন’

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, অন্যান্য জেলার তুলনায় চাঁদপুরে আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। চাঁদপুরে মাদকের অগ্রাসনটা দিন দিন বেড়ে চলছে। আমি সব উপজেলা থানার কর্মকর্তাদের বলবো কিছু যুবক রাস্তাঘাটে ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি করছে। আপনারা তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন। শুধু মাদকসেবীদেরও ধরলে হবে না, ইয়াবা মাদকদ্রব্য কোথা থেকে আসে সেই বিষয়ে খোঁজখবর নিতে হবে।

তিনি মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া এমপি, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমির আব্দুল্লাহর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

|| আপডেট: ০৬:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর