চাঁদপুরে অভিযান চালিয়ে রোববার রাতে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল¬াহ, (এসডি)(পিএন্ডআরটি), বিএন-এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জমান, পিও এর একটি অপারেশন দল কর্তৃক গত রোববার রাতে চাঁদপুরের মেঘনা মোহনা ও লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে।
এ সময় যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি পানামা এবং কর্ণফূলী-৪’’ হতে ৫ লাখ ৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত জাল ও পলিথিন মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল¬াহ, (এসডি)(পিএন্ডআরটি), বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur