চাঁদপুরট টাইমস ওয়ার্ল্ড ডেস্ক :
গোসল করতে গিয়ে প্রায়ই আমাদের কানে পানি ঢুকে যায়। আর এজন্য বেশ বিড়ম্বনায় পরতে হয় আমাদের। তাৎক্ষনিকভাবে অস্বস্তি লাগা ছাড়াও কানে পানি রয়ে গেলে দীর্ঘ মেয়াদী নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে। কান পাকা, কানে পুঁজ, কানে কম শোনা, শো শো শব্দ ইত্যাদি নানান রকম সমস্যা হতে পারে পাকে পানি ঢুকলে। অনেকেই না জেনে কানে তেল দেয় কিংবা কাঠি দিয়ে খোঁচা দেয় পানি বের করার জন্য। এতে সমস্যা আরো বাড়তে এবং কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কানে পানি ঢুকলে না জেনে কিছু করা উচিত না। আসুন জেনে নেয়া যাক কানে পানি ঢুকলে তা কিভাবে বের করা যায় তার কিছু উপায়।
প্রথমে যেই কানে পানি ঢুকেছে সেই দিকে মাথা কাত করুন। এরপর কানের লতি টেনে ধরে রাখুন কিছুক্ষণ। এতে বাড়তি পানি চলে যাবে।
হাত দিয়ে কান এমন ভাবে চেপে ধরুন যেনো বাতাস ঢুকতে কিংবা বের হতে না পারে। এবার মাথা টা কাত করে রাখুন। পানি বের হয়ে আসবে।
কটন বাড দিয়ে আলতো করে কানের পানি পরিষ্কার করতে পারেন। তবে কানের বেশি ভেতরে কটন বাড ঢুকানো উচিত না।
বাড়িতে হেয়ার ড্রায়ার থাকলে কানের থেকে একটু দূরে রেখে গরম বাতাস দিন। এতে পানি গুলো বাষ্প হয়ে উড়ে যাবে।
যেই কানে পানি ঢুকেছে সেই কানের উপর ভর দিয়ে শুয়ে থাকুন কিছুক্ষণ। কানে ঢুকে যাওয়া পানি বের হয়ে আসবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur