চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত নিউমোনিয়া ও ডায়রিয়ায় অর্ধশত শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
পৌষের শীতের তীব্রতায় এসব শিশু আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শামছুল আলম জানান, ২০১৫ সালে নিউমোনিয়া ২২৭ জন ও ডায়রিয়ায় ৬৭১ জন রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। ডায়রিয়া কোনো রোগী মারা না গেলেও নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, হাসপাতালে দেখা মিলছে না চিকিৎসকদের, নেই পর্যাপ্ত ওষুধ।
উপজেলা নাটেহরা গ্রামের কামালের স্ত্রী বলেন, ‘তার মেয়ে মরিয়ম আক্তার নিউমোনিয়ায় আক্রান্ত। তাকে ৩০ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনো চিকিৎসা চলছে। ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।’
রান্ধুনীমুড়া গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা শিশু মিনহাজের মা রাবেয়া আক্তার বলেন, ‘শুধু থাকাটাই ফ্রি। সব বােইরে থেকে কিনতে হচ্ছে। ৮ জানুয়ারি বাচ্চাকে এই হাসপাতালে ভর্তি করেছি।’
পাশের রামগঞ্জ উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা শিশু ইসমাইল হোসেনের মা বলেন, ‘ডাক্তার ঠিকমতো আসেন না।’
সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘এখনও প্রায় ৩০জন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। তবে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর জন্য নতুন করে কোনো ওষুধ বরাদ্দ আসেনি।’
|| আপডেট: ০১:০৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর