আসন্ন চাঁদপুরের কচুয়া, ছেঙ্গারচর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ সহ ৫টি পৌর নির্বাচনের কারনে চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২৮শে ডিসেম্বর সোমবার থেকে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত তিন দিন সব কার্যত্রম বন্ধ থাকবে। ৩১ শে ডিসেম্বর থেকে বিজয় মেলার কার্যত্রম পুনরায় শুরু হবে।
প্রসঙ্গত, আগামি ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় মেলার কর্তৃপক্ষ ও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরের ৫টি পৌর নির্বাচনের কারনে মেলাতে কোন প্রকার নাশকতা ও নিরাপত্তার স্বার্থে তিন দিন বিজয় মেলার সকল কার্যক্রম স্থগিত করে বিজয় মেলার কর্তৃপক্ষ
বিজয় মেলা কর্তৃপক্ষ আরো জানায়, প্রতিদিন মেলার নিরাপত্তার জন্য যেসব পুলিশ সদস্যদের নিরাপত্তায় দেয়া হতো তারা নির্বাচনী কাজে বিভিন্ন স্থানে মোতায়েন থাকবে। তাই পুলিশ প্রশাসন ও মেলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তিন দিন মেলার কার্যক্রম বন্ধ রাখার জন্য।
স্টাফ করেসপন্ডেন্ট ।। আপডেট : ০৩:২৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur