Home / বিনোদন / নায়িকা হিসেবে চাঁদপুরের মেয়ে পুষ্পিতা পপির উত্থান
নায়িকা হিসেবে চাঁদপুরের মেয়ে পুষ্পিতা পপির উত্থান

নায়িকা হিসেবে চাঁদপুরের মেয়ে পুষ্পিতা পপির উত্থান

চাঁদপুরের মেয়ে নায়িকা পুষ্পিতা পপি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরই মধ্যে ‘ফাগুনে আগুন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। জানুয়ারি থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

হাজীগঞ্জ নানার বাড়িতে আদরে বেড়ে ওঠা ডানপিটে পপির ছোটবেলা কেটেছে গাছে গাছে। ছোটবেলার গল্প বলতে গিয়ে নায়িকা পুষ্পিতা পপি বলেন, ‘আমার মা ছিলেন নানা-নানির প্রথম সন্তান, আর আমি তাদের প্রথম নাতি। বাবার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। শৈশবকাল কেটেছে নানার বাড়ি সুহিলপুর গ্রামে। সেখানে সুহিলপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। আমার পাঁচ মামা আর চার খালা আমাকে অনেক আদর করে বড় করেছেন। ছোটবেলায় আমি খুব গাছে চড়তাম, গাছ থেকে আম চুরি করতে খুব মজা লাগত। চার মামাতো বোনের নেতা ছিলাম আমি। তবে কড়াকড়ি ছিল রাত ১০টা পর্যন্ত লেখাপড়া করতে হবে। রাতে সবাই ঘুমাতে গেলে শুরু হতো আমাদের আম চুরির অভিযান।’

Puspita Popy on2

পুষ্পিতা পপি বলেন, ‘ছোট বেলায় মামার কোলে করেই স্কুলে গেছি। একটু বড় হওয়ার পর মামার মোটরসাইকেলে চড়ে গেছি। নিজে কখনো হাত দিয়ে ভাত খাইনি। মামা বা খালারা কেউ যত্ন করে খাইয়ে দিয়েছেন। কিন্তু এখন তাদের অনেকের সাথেই আর যোগাযোগ নেই। আমার খুব খারাপ লাগে। আসলে বাইরে থেকে সবাই চলচ্চিত্রকে খুবই নোংরা মনে করে। কেউই চায়নি তাদের আদরের ভাগনি চলচ্চিত্রে কাজ করুক।’

কীভাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেন জানতে চাইলে পপি বলেন, ‘আমার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে দেখা হয় পরিচালক মমতাজুর রহমান আকবর স্যারের সাথে। তিনি আমাকে দেখেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। একটু ভয় পেয়েছিলাম কারণ সবার মতো আমারও চলচ্চিত্র নিয়ে নেতিবাচক ধারণা ছিল। কিন্তু কয়েকদিন ছবির কাজ নিয়ে আলোচনা করে বুঝলাম, ভালো কিংবা খারাপ সবটাই নিজের কাছে। কেউ যদি খারাপ হতে চায় সে ডাক্তার বা শিক্ষক হলেও খারাপ হতে পারে।’

পুষ্পিতা পপি বলেন, “আমার প্রথম ছবি ‘আগে যদি যানতাম তুই হবি পর’ -এর শুটিং শুরু করলাম। এরই মধ্যে দুটি ছবি মুক্তি পেয়েছে। হাতে আছে আরো তিনটি ছবি। ছবিতে যদি আমি আমার অভিনয়ে যোগ্যতার প্রমাণ রাখতে পারি তাহলে অবশ্যই সুন্দর গল্পের ছবিতে ভালো চরিত্রে কাজ করার সুযোগ পাব। সামনে ভালো ছবির দিন আসছে। এখনই অনেক ভালো ভালো কাজ হচ্ছে।’

Puspita Popy

কী ধরনের গল্পের ছবিতে কাজ করতে চান জানতে চাইলে নায়িকা পুষ্পিতা পপি বলেন, ‘অ্যাকশন ছবিতেই বেশি কাজ করতে চাই। অ্যাকশন ধরনের ছবি আমারও নিজেরই খুব পছন্দের। এর জন্য আমি ফাইট শিখছি। যেহেতু নায়িকা হিসেবে কাজ করছি তাই নাচটা আগে থেকেই জানতে হয়েছে।

চাঁদপুর টাইমস বিনোদন ডেস্ক ।। আপডেট : ০৩:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

ডিএইচ/এমআরআর