সিলেট খ্রিস্টান মিশনের বিশপ বিজয় ডি ক্রোজকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দেওয়া হয়েছে।
এ ঘটনায় বিশপ বিজয় ডি ক্রোজ সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ্পরাণ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫২) করেছেন।
খ্রিস্টানদের সিলেট বিভাগীয় বিশপ সদর উপজেলার খাদিমপাড়াস্থ সুরমা গেইটের বিশপ ভবনে বিজয় ডি ক্রোজ বসবাস করেন।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, জঙ্গি সংগঠনের হুমকিদাতাদের আটক করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur