চাঁদপুর মডেল থানায় নবাগত তদন্ত ওসি হিসেবে পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ মহিউদ্দিন সোমবার (২১ ডিসেম্বর) যোগাদান করেন।
সোমবার সকালে চাঁদপুর মডেল থানায় এসে তিনি তার দায়িত্ব বুঝে নেন।
মোহাম্মদ মহিউদ্দিন ব্যবস্থাপনা বিভাগ থেকে এমকম পাশ করে ২০০০ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন। ২০১১ সালে পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে পদোন্নতি পেয়ে মেহেরপুর জেলার গাংনি, যশোর জেলার বেনাপোল, শারসা, মনিপুর, কুমিল্লা জেলার চান্দিনা, চাঁদপুর জেলার হাইমচর থানায় দায়িত্ব পালন করেছেন।
এই কর্মকর্তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উত্তর চরবংশী গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ে কন্যা সন্তানের জনক। দেশের বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি চাঁদপুর মডেল থানায় দায়িত্ব পালনের সবার সহযোগিতা কামনা করেছেন।
স্টাফ করেসপন্ডেন্ট ।। আপডেট : ০৩:৩০ এএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur