শাহরাস্তিতে চোর সন্দেহে ২ যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। ২০ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় চাঁদপুর-লাকসাম রেল লাইনের দোয়াভাঙ্গা রেল গেইটের পূর্ব পাশে আনসার সদস্য আতিক উল্লাহর বাড়ীর সামনে তাদের এরপর তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২ যুবক চলাফেরা করা অবস্থায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আতিক উল্লাহসহ স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সঠিক কোন উত্তর দিতে না পারায় থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। তারা হলেন – হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামের মিজি বাড়ীর মৃত শহীদ উল্লাহর ছেলে মোঃ সুমন (২১), কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অলিতলা মোল্লা বাড়ীর মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ ইমাম হোসেন (৩০)।
সোমবার (২১ ডিসেম্বর) তাদেরকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।
মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট
।। আপডেট : ০২:৩০ এএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur