বিয়ের দুইদিন পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বাড়ির মালিকের শ্যালক মজনু মিয়া, নিহতের ১ম স্ত্রী আছমা বেগম, বড় ভাই আব্দুল হাই এর স্ত্রী আনিছা বেগমসহ ৪ জনকে আটক করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানিয়েছেন, ঋণের ১৭ হাজার টাকা পরিশোধ করতে না পাড়ায় বাড়ির মালিকের শ্যালক শনিবার রাতে দু’জনকে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতন চালায়। পরে ঘরের তালাবদ্ধ করে রাখে। রবিবার দুপুরে তালা খুলে দু’জনকেই ফাঁসিতে ঝুলতে দেখে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল হোসেনের সাথে মর্জিনা বেগমের ১৭ ডিসেম্বর রাতে বিয়ে হয়। রবিবার দুপুরে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন রংপুরের কোতোয়ালি উপজেলার পালিছাড়া সর্দারপাড়া এলাকার নজির বাউরার ছেলে। মর্জিনার পরিচয় পাওয়া যায়নি।
বিল্লাল উলুসাড়া এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিক্সা চালাতো এবং মর্জিনা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতো।
কালিয়াকৈর থানা পুলিশ রবিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৪৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur