সাত বিভাগের পৌর নির্বাচনী এলাকায় আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৩১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার রাতে এ বিষয়ে সাতটি আদেশ জারি করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫টি পৌরসভায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।
ঢাকা বিভাগে ৭৫, খুলনায় ৪০, রাজশাহীতে ৯০, বরিশালে ২০, চট্টগ্রামে ৫৫, সিলেটে ২০ ও রংপুরে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৫৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur