কচুয়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে হাইকোর্টের বিচারক আদালত যাচাইবাচাই শেষে কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানা গেছে, কচুয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাচাইয়ের দিনে ৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন নির্বাচনী আয়ব্যয় বিবরণীতে ত্রুটিপূর্ণ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে এ নিয়ে কচুয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ কামাল হোসেন গাজী বিজ্ঞ আদালতে রীট করেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৯:১৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur