চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার রাতে মেঘনা নদীর মোহনা এলাকায় যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ, বিএনএর নেতৃত্বে একটি অপারেশন দল রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালাকালে ‘এমভি ফারহান-৪’ এবং ফ্লোটিলা’ নামক দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাসি করে ৮০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
পরে বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তাদর উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উলাহ বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৮:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর