চাঁদপুরে কচুয়া উপজেলার খিলা গ্রামের হাবিবের দোকান সংলগ্ন এলাকায় গত সোমবার (১৩ নভেম্বর) মধ্য রাতে রাকিব অটো সিএনজি মার্ট এন্ড গ্যাস হাউজের গোডাউনে কৌশলে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা।
এতে গোডাউনে থাকা সাদা পিকআপ (যার নং- সিলেট-ছ-১১-১৪২৯), শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার ও টিনপুড়ে বিনষ্ট হয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
দোকান মালিক মো. সোহাগ মিয়া ও ওয়াসিম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আমাদের টিনসেড গোডাউনের পূর্ব পাশের ছিদ্র দিয়ে কৌশলে পেট্রোল দিয়ে গোডাউনটি পুড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে অল্পের জন্য মারাত্মক ক্ষতিসাধন থেকে রক্ষা পায় আশপাশের বসবাসকারীরা।’
এ ঘটনায় খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে কচুয়া থানার এসআই কাজী হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur