মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অবস্থিত শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণী পেশার লোক পুষ্পার্ঘ অর্পণ করেন।
এর মধ্যে মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, ন্যাপ কুমিল্লা জেলা শাখা, সচেতন নাগরিক কমিটি (সনাক), অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি, কুমিল্লা প্রেসক্লাব, হার্ট কেয়ার ফাউণ্ডেশন, রোটারী ক্লাব অব কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অন্যতম।
এছাড়া সকালে কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের নেতৃত্বে জেলা প্রশাসন এবং কুমিল্লা পুলিশ সুপার শাহ মো. আবিদুর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ সহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট || আপডেট: ০২:১৫ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur