শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…….. রাজিউন)। গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সদর ১৫ নং ওয়ার্ডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওই দিন রাত ৮ টায় উঘারিয়া ইউ.সি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনী সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি উঘারিয়া গ্রামের মেলার বাড়ীর মৃত চাঁন মিয়ার পুত্র। তিনি চাঁদপুর জেলা সহ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি উঘারিয়া ইউ.সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পূর্বে মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী। স্থানীয় সংসদ সদস্যের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূঁইয়া। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চিতোষী পূর্ব ইউ.পি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, মরহুমের পুত্র মোঃ মমিনুল ইসলাম উজ্বল, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মজিবুর রহমান, মজিবুর রহমান মাষ্টার, আব্দুর রহিম মাষ্টার প্রমুখ। জানাজায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য মোঃ জহিরুল ইসলাম সহ মরহুমের নিকটাত্মীয়, এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
জানাজায় ইমামতি করেন টামটা দাখিল মাদ্রাসার সহ-সুপার শামছুল আলম।
মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট
|| আপডেট: ০১:৪৫ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur