বিপিএল উপস্থাপনা থেকে সরে দাঁড়িয়েছেন মডেল ও উপস্থাপিকা আমব্রীন। আজ বিকেলে ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেছেন, বিপিএলের ফাইনাল থেকে আমি আর উপস্থাপনা করছিনা। কারণ আমার মত ও আদর্শের বিরুদ্ধে কোন মতেই কোন কিছু করতে রাজি নই। এছাড়াও আমাকে নানাভাবে যৌন হয়রানি করা হচ্ছিল। বিষয়টি আমার ভালো লাগেনি। ’
এদিকে, চ্যানেল নাইনের অনুষ্ঠান ও বিপিএল ইভেন্ট সম্প্রচার প্রধান তারভীর খান অপর এক স্ট্যাটাসে জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘণ ও উচ্ছৃঙ্খলতার দায়ে আমব্রীনকে বিপিএল থেকে বাদ দেয়া হয়েছে।
তবে, এ ব্যাপারে আমব্রীনের সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এবারই প্রথমবারের মতো বিপিএলের উপস্থাপনা করছেন লাক্স তারকা আমব্রীন। সম্প্রতি ইএসপিএন চ্যানেল প্রকাশিত বিশ্বের সেরা পাঁচ ক্রিকেট উপস্থাপিকার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সেরা পাঁচের মধ্যে চতুর্থ হয়েছেন এই লাক্সসুন্দরী।
উল্লেখ্য, মিডিয়ায় তার অভিষেক হয় আফজাল হোসেনের ‘চলো বিয়ে করে ফেলি’ নাটকের মাধ্যমে। তবে বিজ্ঞাপনে মডেল হিসেবেই তার উপস্থিতি সবচেয়ে বেশি। বাংলালিংক, বসুন্ধরা গ্রুপ, প্রাণ গ্রুপসহ আরো বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি বেশ সুখ্যাতি অর্জন করেছেন।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর