Home / চাঁদপুর / বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর আওয়ামী লীগের আলোচনাসভা
বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর আওয়ামী লীগের আলোচনাসভা

বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর আওয়ামী লীগের আলোচনাসভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

তিনি বলেন, ‘দেশকে মেধাশূন্য করতে ৭১ সালের ১৪ ডিসেম্বর থেকে পাকবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা যখন বুঝতে পারলেন বাংলাদেশকে পরাধীনতার কবলে রাখা যাবে না তখনই তারা এ নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আমাদেরকে তাদের এ আত্মত্যাগ সবসময় স্মরণ করতেই হবে। জাতির জনকের সাংগঠনিক দক্ষতার কারণেই আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আজও তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মত করেই সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তার কারনেই আওয়ামীলীগে দেশের জনগণের সেবা করে যাচ্ছে। দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘আজ দেশের টাকার পদ্মা সেতুর মতো বড় ধরনের উন্নয়ন কাজ হচ্ছে। আমাদের তাই সব স্তরে আওয়ামী কাদিয়ানীদের রুখে দিয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করতে কবে।’

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যড. বিনয় ভূষন মজুমদার, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুল্লা খান, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রমুখ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

নিউজ ডেস্ক ।। ।। আপডেট : ১০:১ পিএম১৪ ডিসেম্বর ২০১৫সোমবার

ডিএইচ