ভাইবার, ইমো, টুইটার ও স্কাইপসহ বন্ধ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সেগুলো খুলে দেওয়া হয় বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান।
চলতি বছরের ১৮ নভেম্বর দুটি আলাদা নির্দেশনার মাধ্যমে দেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেয় সরকার। পরে গত বৃহস্পতিবার ফেসবুক খুলে দেয় সরকার। রবিবার রাতে ইমো, টুইটার ও স্কাইপ বন্ধ করা হয়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৬:০৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur