চাঁদপুরের ৫ পৌর নির্বাচনে ফরিদগঞ্জ পৌরসভার ৪ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে। এখন কাউন্সিলরগণের প্রতীক বরাদ্দ চলছে।
চাঁদপুর টাইমসের ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট সানাউল হক জানিয়েছেন সকাল ১০টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়।
বিএনপির মনোনিত প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন তার দলীয় প্রতীক ধানের শীষ, আওয়ামীলীগের প্রার্থী মাহফুজুল হক পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী (চরমোনাই) দেলোয়ার হোসাইন দলীয় প্রতীক হাত পাখা, বর্তমান মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনজিল পেয়েছেন মোবাইল প্রতীক।
সকাল থেকেই স্ব-স্ব প্রার্থীগণ ও তাদের সপক্ষের দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে প্রতীক পাওয়ার অপেক্ষায় ভীড় করতে থাকে।
কাউন্সিলগণের প্রতীকসহ বিস্তারিত আসছে….
সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
।। আপডেট : ১২:২৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur