২২ দিন ফেসবুক বন্ধ রাখার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইন্টারনেটভিত্তিক কল সেবাদাতা স্কাইপ ও ইমো বন্ধ করে দিয়েছে সরকার। বিটিআরসি`র একটি সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
এর আগে ১৮ নভেম্বর সরকার ফেসবুক, ভাইবারসহ সামাজিক যোগাযোগের কয়েকটি অ্যাপস বন্ধ করে দেয়। এরপরই মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।
সামাজিক যোগাযোগের এ সেবাগুলো বন্ধ করতে গিয়ে ওই দিন প্রথমবারের মতো ইন্টারনেট সেবা থেকে পুরো দেশ কিছু সময় বিচ্ছিন্ন ছিল।
নিউজ ডেস্ক || আপডেট: ০৩:০০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর