চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় আয়োজিত সাংস্কৃতিক মাসের ১২তম দিনে নৃত্য পরিবেশন করেছে নৃত্যধারা।
শনিবার বিকালে ওই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন নৃত্যধারা’র সভাপতি খায়রুল ইসলাম সবুজ বিল্লাল।
স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঙ্গীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেন গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তপন সরকার, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচালার অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক মাসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আহবায়ক শহীদ পাটওয়ারী, সদস্য সচিব সাংবাদিক শরীফ চৌধুরী, সংগঠনের অধ্যক্ষ সোমা দত্ত, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলমগীর, রুনা আক্তার আশা প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশাত্ববোধক সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
নিউজ ডেস্ক || আপডেট: ১০:৩৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur