চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ মিলনায়তনে বাংলাভাষা ও সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা বিভাগের ২৫ বছরপূর্তি “রজতজয়ন্তী উৎসব’১৬” উদযাপন পরিষদের সভা শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন উপ-পরিষদ গঠন করা হয়। অনুষ্ঠান সফল করার স্বার্থে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানান উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী।
বিভাগের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলাম, প্রভাষক মোঃ হানজালা শাহিন, প্রভাষক মোঃ ওয়ালিদ মাসুম, প্রভাষক মোঃ মাহফুজ উল্যাহ খান, প্রভাষক মোঃ জয়নাল আবেদিন, হাছান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রাশেদুল হক, মোঃ আব্দুর রহমান, মোঃ তোফাজ্জদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি।। আপডেট : ১১:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur