চাঁদপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর কমিটি ও হাজিগঞ্জ পৌর কমিটি এবং হাজিগঞ্জ উপজেলা কমিটি গঠনকল্পে আলোচনাসভা শুক্রবার সন্ধ্যায় সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি ফেরদৌস মোরশেদ জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শহর শাখার সভাপতি মাসুদ দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজিগঞ্জ পৌর যুবলীগের সদস্য হারুন অর রশিদ, হাজিগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা ও হাজীগঞ্জ পৌর কমিটি এবং উপজেলার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট
। আপডেট : ১১:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur