কচুয়া উপজেলার বাইছারা মাধ্যমিক বিদ্যালয়ে’র পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সমাজ সেবক একেএম আব্দুল্লাহ আল বাকী। কমিটি গঠন উপলক্ষে বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আহসানুল হকের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নবনির্বাচিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য তাফাজ্জল হোসেন পাঠান, ডাঃ আলী আজগর সরকার, আবু তাহের প্রধান ও তকদির হোসেন প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি পদে দু’জন প্রার্থী হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরা হচ্ছেন, বর্তমান সভাপতি একেএম আব্দুল্লাহ আল বাকী ও হাজী আব্দুল বারেক ভূইয়া। এতে ৯জন ভোটার তাদের গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে একেএম আব্দুল্লাহ আল বাকী সর্বোচ্চ ৮ ভোট পেয়ে পুনরায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
।। আপডেট : ১০:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur