ঢাকার সদরঘাট টার্মিনালে একটি লঞ্চের কেবিনে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ‘পারাবত-৯’ লঞ্চের কেবিনে লাশটি পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামছুল আলম জানান।
তিনি জানান, লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে দুপুরের দিকে সদরঘাটে পৌঁছলে স্থানীয়রা লঞ্চের কেবিনে তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
“আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীর পরনে টিয়া রঙের সালোয়ার-কামিজ ছিল। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন এসআই সামসুল।
লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৬:১৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur