ঢাকায় ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্কজ শরণ বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, শ্যামা ওবায়েদ সেখানে উপস্থিত ছিলেন।
বুধবার মঈন খানের গুলশানের বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয়। ধারণা করা হচ্ছে, বিদায় বেলা সৌজন্য সাক্ষাতের জন্যই এ আয়োজনে পঙ্কজ শরণ। তবে আরো কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় পঙ্কজ শরণ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক অফিসে খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৩:২০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur