সিলেট-তামাবিল মহাসড়কের পীরের বাজারে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রফিক মিয়া ৩৫ ও বাবুল (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্র্রাক দ্রুত গতিতে সিলেটের দিকে যাচ্ছিল। পীরের বাজার এলাকায় হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কয়েকটি গাড়িকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান।
এ ঘটনায় আরও ২-৩ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানান জিদান আল মুসা।
নিউজ ডেস্ক || আপডেট: ০৩:১৯ পিএম,০৬ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur