চাঁদপুরে ‘ক্রীড়া মাস’ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন শনিবার সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
তিনি বলেন, ‘একমাত্র ক্রীড়া ও সংস্কৃতির মাধম্যেই সমাজের সকল কুটিলতা দূর করা সম্ভব। এর মাধ্যমেই মানুষকে ভাল কাজে উদ্বুদ্ধ করা যায়। সরকার নতুন প্রজন্মকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে ক্রীড়া মাসের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্ট থেকেই ভাল খেলোয়াড় সৃষ্টি হবে, যারা জাতীয় পর্যায়ে খেলে জেলার মান উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।’
টুর্নামেন্টের আহ্বায়ক আলহাজ¦ ওসমান গণি পাটোয়ারী সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, ক্রীড়া সংগঠক সুভাষ চন্দ্র রায়, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
টুর্নামেন্টে ১৩টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় গুয়াখোলা ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রগণ।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
।। আপডেট : ০২:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur