ইমাম নববী [রহ] বলেন, আর মহিলারা জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে পুরুষদের থেকে ভিন্ন- এক. পুরুষদের মত জামাতে নামাজ আদায় করা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। দুই. তাদের মহিলা ইমাম তাদের মাঝ বরাবর দাঁড়াবে (সামনে নয়)।
ইমাম নববী [রহ] বলেন, আর মহিলারা জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে পুরুষদের থেকে ভিন্ন-
এক. পুরুষদের মত জামাতে নামাজ আদায় করা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।
দুই. তাদের মহিলা ইমাম তাদের মাঝ বরাবর দাঁড়াবে (সামনে নয়)।
তিন. মহিলা যদি একজন হয় তবে সে পুরুষের পিছনে দাঁড়াবে, পুরুষের পাশে নয়, যা পুরুষের বিধান থেকে ভিন্নতর।
চার. যখন মহিলারা পুরুষদের সাথে নামাজ আদায় করবে তখন তাদের শেষ কাতার প্রথম কাতার থেকে উত্তম। (আল-মাজমূ‘, ৩/৪৫৫)
মূল : ড. সালেহ ইবনে ফাওজান
ভাষান্তর : মাওলানা মনযূরুল হক
।। আপডেট : ০৮:৩০ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur