সবশেষ সংবাদ জানিয়ে দিয়েছেন নেইমারের পিতা। জানিয়েছেন, ‘নেইমার বার্সার সঙ্গেই চুক্তি নবায়ন করবে।’
আকাশে-বাতাসে ভেসে বেড়ানো ‘বার্সা’ ছাড়ছেন নেইমার, সেই গপ্প-গুজব তাই এক সেকেন্ডই বাসি হয়ে গেছে। বার্সার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির এখনো ৩ বছর বাকি।
তবে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পেতে আদাজল খেয়ে নেমেছে। সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে নেইমারের বাবা বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন।
তিনি বলেছেন, ‘আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা বার্সেলোনার সঙ্গেই চুক্তি নবায়ন করব। এখনো বার্সায় তার চুক্তির মেয়াদ আরও ৩ বছর রয়েছে। এ জন্য তাড়াহুড়োর কিছু নেই। সে কারণে আমরা যথেষ্ট নির্ভার রয়েছি। কারণ বার্সায় সে আরও অনেক বছর কাটাবে।
সে বার্সেলোনায় বেশ ভাল এবং খুশিতে আছে। তাই দল বদলের কোনো প্রয়োজনীয়তা নেই।’ লা লিগার তালিকায় শীর্ষে থাকা বার্সায় ১৪ গোল নিয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার আসনে এখন নেইমার।
নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৫৪ পিএম,০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur