আইসিসি প্রমীলা টোয়েন্টি২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাছাইপর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রান হারিয়ে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা।
টোয়েন্টি২০ বিশ্বকাপে এটি হবে বাংলাদেশের প্রমীলাদের দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০১৪ সালে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। তবে এবরাই প্রথম বাছাই পর্বের লিটমাস টেস্টে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা।
ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে হয়েছে জাহানারা আলমের দলকে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রানের মামুলি সংগ্রহই দাঁড় করিয়েছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৪৩ রান করেছেন মিডল অর্ডারের ব্যাটার ফারজানা হক।
আসরজুড়ে বাংলাদেশের মূল শক্তি দেখা গেছে বোলিংয়ে। জিম্বাবুয়ের বিপক্ষেও সেই বোলিং নৈপুণ্যেই ৩১ রানে ম্যাচ জিতে নিয়েছেন জাহানারারা।
৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে মাত্র ৫৮ রান তুলেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন ও শায়লা শারমিন।
প্রসঙ্গত, আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে প্রমীলা টোযেন্টি২০ বিশ্বকাপের এই আসর, যেখানে স্বাগতিক ভারতসহ র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল সরাসরি অংশ নিচ্ছে। আর ১০ দলের টুর্নামেন্টের বাকি ২ দলকে বাছাইপর্ব খেলে ছাড়পত্র যোগাড় করতে হচ্ছে। জিম্বাবুয়েকে হারিয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা এবার যোগ্যতা দেখিয়েই বিশ্বকাপ স্বপ্ন পূরণ করেছে।
———————————————————————
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:০১ পিএম,০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
———————————————————————
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur