চাঁদপুরের হাইমচর উপজেলায় আলগী বাজার যুব উন্নয়ন সংঘের উত্তর ইউনিয়নে ঢেলের বাজার শাখার উদ্যোগে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে চাঁদপুর-কাটাখালী সড়কের বিভিন্ন স্থানে রাস্তায় স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়।
রোববার সকাল ১০ টায় হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবকমুলক সংগঠন আলগী বাজার যুব উন্নয়নের যুবকরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করেন।
স্থানীয় লোকজন জানান, এই রাস্তা দিয়ে চলাচলের সময় বহু মানুষ গুরুতর আহত হয়েছে। রাস্তাটি মেরামতকল্পে এলাকার যুবকরা যে উদ্যোগ গ্রহণ করেছে সত্যি প্রশংসার যোগ্য। এভাবে সবাই এগিয়ে আসলে এলাকার রাস্তাঘাট আরো উন্নয়ন হবে। দীর্ঘদিন ধরে হাইমচর উপজেলার কাটাখালীর রাস্তার বিভিন্ন স্থানের যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ঢেলে বাজার যুবকরা এ উদ্যোগ গ্রহণ করে। রাস্তা মেরামতের ফলে বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও কাটাখালীর জনসাধারণ চাঁদপুর শহরের সাথে যোগযোগ কষ্ট লাঘব হয়েছে।
এ সময় উন্নয়ন কাজে অংশগ্রহণ করে আলগী বাজার যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি এসএম সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক বিএম ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন ভূঁইয়া, সদস্য আবুল বাসার, আরিফুল ইসলাম, সুমন, সুজন, সাইফুল, জাহিদ, মামুন, মাসুদ, ইকবাল, রাশেদ, মেহেদী, শিমুল, ছোবানসহ যুব উন্নয়নের সদস্যবৃন্দ।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৩:৪৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur