বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কুমিল্লার সীমান্ত এলাকায় ২৭ জন নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। সন্ধ্যায় তাদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ শুক্রবার দুপুরে কুমিল্লার বিবিরবাজার বিজিবি কোম্পনির অধীনে গোলাবাড়ী বিওপির বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বৃহত্তর ময়মনসিংহ এলাকার ২৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা কোতয়ালী থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। এসময় তাদের কাছে সীমান্ত পারাপারের কোনো বৈধ কাগজ ও পরিচয় পত্র পাওয়া যায়নি। তাদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুমিল্লা করেসপন্ডেন্ট :
|| আপডেট: ০৮:৫৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur