ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। আইফা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এম.কে মানিক পাঠান। সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় উক্ত ক্লাবের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের সহ সভাপতি মো: দেলোয়ার হোসেন বেলাল, মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সোহাগ, সাহিত্য প্রকাশনা সম্পাদক সোহেল খান, অর্থ সম্পাদক শফিকুর রহমান, দপ্তর সম্পাদক আলী হায়দার পাঠান টিপু ও সমাজ কল্যাণ সম্পাদক এনামূল হক খোকন।
সভায় ১০ জন সাংবাদিকের আবেদনের প্রেক্ষিতে আলোচনা সাপেক্ষে ৮ জনকে ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবের সদস্য হিসাবে অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সদস্যরা হলেন এস এ টিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মালেশিয়ান প্রতিনিধি মো: শাহাদাত হোসেন, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: ইকবাল হোসেন, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: শিমুল হাছান, দৈনিক মেঘনাবার্তার উপজেলা প্রতিনিধি মো: সানাউল হক, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ইয়াছিন হোসেন, অনলাইন পত্রিকা ফরিদগঞ্জ টাইমস ২৪ ডটকমের প্রতিনিধি ফরিদ আহম্মেদ, মাসুম তালুকদার ও আখন রনি।
সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৪:২৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur