চাঁদপুরের মতলব উত্তরে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত এমদাদুল্লাহকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এবং ২২ ধারায় শিশুটির জবানবন্দী রেকর্ড করেন।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর বুধবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে এমদাদুল্লাহ নামের এক যুবক কর্তৃক ধর্ষণের চেষ্টা চালায় বলে শিশুটির মা মতলব থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে আটক করে।
অভিযুক্ত ব্যক্তি গাজীপুর জেলার জয়দেবপুর থানার মারিয়ালী গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
আপডেট: ০৮:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur