আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি আবারও তার ভক্তদের চমক দেখালেন।
এবার তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আমাতুল্লাহ’।
গত মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে হ্যাপি তার নাম পরিবর্তনের কথা জানান। সেসময় ফেসবুকে হ্যাপি লিখেন, ‘আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি আমার নাম পরিবর্তন করেছি, বর্তমান নাম ‘আমাতুল্লাহ।’ এর অর্থ ‘আল্লাহর দাসী।’ ইসলাম ধর্মে নাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার নামের ভাল অর্থ না থাকার কারণেই নাম পরিবর্তন করা। আমি চাই এখন থেকে সবাই আমাকে “আমাতুল্লাহ” নামেই জানুক।’
বেশ কয়েক মাস ধরেই হ্যাপি নিজের জীবনধারণে পরিবর্তন এনে ধর্মীয় বিধি মেনে চলছেন। ইসলামী শরীয়াহ মতেই নিজের জীবনধারণে হ্যাপী সন্তোষ প্রকাশ করেছেন। এভাবেই বাকি জীবন কাটিয়ে দেবেন বলে সোশ্যাল মিডিয়াকে বলেছেন। এমনকি সিনেমা থেকে নিজেকে আড়াল করেছেন হ্যাপি।
এরআগে জাতীয় দলের পেসার রুবেলের সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন হ্যাপি। আলোচনায় আসা হ্যাপি-রুবেলের ঘটনাটি শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে শেষ হয়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৩:৪৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur