Home / জাতীয় / মেয়র পদে একাধিক মনোনয়ন দিলে সবার প্রার্থিতা বাতিল
মেয়র পদে একাধিক মনোনয়ন দিলে সবার প্রার্থিতা বাতিল

মেয়র পদে একাধিক মনোনয়ন দিলে সবার প্রার্থিতা বাতিল

আসন্ন পৌরসভা নির্বাচনে একটি পৌরসভায় রাজনৈতিক দলগুলো একজন প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে। একের অধিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে সকল প্রার্থীর মনোনয়ন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পৌরসভা নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল হতে প্রতি পৌরসভায় মেয়র পদে শুধুমাত্র একজন মেয়র প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে। একাধিক মেয়র প্রার্থী মনোনয়ন দিলে ওই রাজনৈতিক দলের সকল প্রার্থীর মনোনয়ন বাতিল হবে।’

আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৪টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ মঙ্গলবার দুপুরে এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর।

এদিন সিইসি বলেন, ‘পৌরসভা নির্বাচন আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচারণা বা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

তিনি জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। পৌরসভার নির্বাচনী বিধিমালায় শুধু দলীয়ভাবে মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে দলের প্রাথমিক মনোনয়নে একাধিক ব্যক্তি প্রার্থী হতে পারবেন না।

সারাদেশে মোট ৩২৩টি পৌরসভার মধ্যে আগামী ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত যে সব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে এরূপ ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকিগুলোর আইনি জটিলতা থাকায় নির্বাচন স্থগিত রয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সিইসি জানান, ‘স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার প্রক্রিয়াটি আগের থেকে আরও সহজ করা হয়েছে। আগে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জুড়ে দেওয়ার বিধান ছিল। কিন্তু এবার মেয়র প্রার্থীদের জন্য ১০০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জুড়ে দেওয়া বিধান রাখা হচ্ছে। তবে কেউ আগে মেয়র পদে নির্বাচিত হয়ে থাকলে তার সমর্থনযুক্ত স্বাক্ষর লাগবে না।

কাউন্সিলর পদে নির্দলীয় হওয়ার সেখানে আগের মতোই নির্বাচন হবে। কাউন্সিলরদের কোনো ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে না।

সিইসি জানান, রাজনৈতিক দলের পক্ষে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কার্যনির্বাহকের স্বাক্ষরিত এই মর্মে প্রত্যয়ন থাকতে হবে যে, প্রার্থীকে ওই দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে, রাজনৈতিক দল মেয়র পদে প্রাথমিকভাবে একাধিক মনোনয়নপত্র প্রদান করতে পারবে। রাজনৈতিক দল ক্ষমতাপ্রাপ্ত কার্যনির্বাহকের নাম, পদবী ও নমুনা স্বাক্ষরসহ একটি চিঠি তফসিল ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করবে এবং তার অনুলিপি নির্বাচন কমিশনেও দাখিল করতে হবে।

পৌরসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতি পৌরসভায় সর্বোচ্চ এক লাখ টাকা ব্যয় করতে পারবে। প্রার্থীদের ব্যয়ের ক্ষেত্রে আগের বিধানেই বহাল থাকবে। পৌরসভায় এক লাখের উপর ভোটার হলে প্রার্থীরা ৫০ হাজার টাকা, ৫০ হাজার ভোটার হলে ২০ হাজার টাকা এবং ২৫ হাজার ভোটার হলে ১০ হাজার টাকা ব্যয় করতে পারবে। নির্বাচনে কোনো রাজনৈতিক দল বিধি ভঙ্গ করলে, তার জন্য অনধিক পাঁচ লাখ টাকা দণ্ডেরও বিধান রাখা হয়েছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৪৭  পিএম, ২৫ নভেম্বর ২০১৫, বুধবার

এমআরআর