চিত্রনায়িকা পরী মনি অনলাইন পত্রিকা প্রিয়ডটকমের সম্পাদক ও সিনেমা প্রতিবেদকের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন।
বুধবার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে পরী মনি তার আইনজীবীর মাধ্যমে একটি সিআর মামলা করেন।
মামলায় তার ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন এ চিত্রনায়িকা। বিচারক তার জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে পরী মনি উল্লেখ করেন, প্রিয় ডটকমের রিপোর্টার মোহাম্মাদুল্লাহ তার সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তিনি এই টাকা দিতে অস্বীকার করায় ওই রিপোর্টার তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে গত ১৭ নভেম্বর আসামি মোহাম্মাদুল্লাহ তার সম্পাদক জাকারিয়া স্বপনের সহযোগিতায় প্রিয় ডটকমে পরী মনি সম্পর্কে একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরী মনি মাদক সেবন করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান এবং এক সংসদ সদস্যের জোরে তিনি কাউকে পরোয়া করেন না। এই প্রতিবেদনের কারণে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলাটি দায়ের করেছেন পরী মনি।
নিউজ ডেস্ক : আপডেট: ০৩:১৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur