Home / জাতীয় / রাজনীতি / আমাদের কাছে জাত-পাত কিংবা ধর্ম নয়, মুখ্য দেশের মানুষ : তারেক রহমান
জাত

আমাদের কাছে জাত-পাত কিংবা ধর্ম নয়, মুখ্য দেশের মানুষ : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। আমাদের কাছে জাত-পাত কিংবা ধর্ম নয়, মুখ্য হচ্ছে দেশের মানুষ। কাজেই আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই। আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে একমাত্র সম্ভব দেশ ও জনগণের প্রকৃত সমস্যাগুলোর সমাধান করা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে সারাজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন সিরাজগঞ্জের মেরি। এ রকম হাজারও মেরি বাংলাদেশে রয়েছেন। যে মানুষগুলো গত ১৬-১৭ বছর ধরে প্রতিবাদ করেছেন, তা কীসের প্রতিবাদ? গত ৫ আগস্ট যারা পালিয়ে গেছেন তারা আপনাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই মেরিসহ আমাদের হাজার হাজার ভাইবোন নির্যাতিত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন। এমনকি বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, মানুষের আত্মত্যাগের প্রতিদান দিতে হলে শুধু মিটিং করলে হবে না। তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, তাদের প্রতিবাদ ছিল সারা বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এই অধিকারকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই ১২ তারিখে আপনাদের সোচ্চার হতে হবে।

এদিন বিকেল ৩টা ৩৫ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রিয় নেতার উপস্থিতিতে মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। ১৯ বছরেরও বেশি সময় পর তারেক রহমান সিরাজগঞ্জে আসেন। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার সকাল ১০টা থেকেই জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিসিক শিল্পপার্ক মাঠ। ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। 

চাঁদপুর টাইমস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬