চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারনা ও গণসংযোগ করেছেন জিয়া পরিষদ ও বাংলাদেশ মেডিকেল বিশ্বাবিদ্যালয়ের ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ।
শনিবার দুপুরে জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কচুয়ার সাচার, রহিমানগরসহ বেশ কিছু স্থানে ব্যবসায়ী ও সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরনের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে ১২ ফেব্রুয়ারী ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। পরে নেতৃবৃন্দ কচুয়ার শ্রীরামপুর গ্রামে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারী জেনারেল খন্দকার শফিকুল হাসান রতন, মহিলা দল কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক সাবিনা ইয়াসমিন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াহিয়া খান, নাসির উদ্দিন ভূঁইয়া, মো: বদরুল হুদা, মো: সাইদুল ইসলাম, মো: হুমায়ুন কবীর, যুগ্ম সাধারন সম্পাদক নূর নবী খান, যুগ্ম মহাসচীব ইঞ্জিনিয়ার শরীফুজ্জামান খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur