চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহাসিক শাজুলিয়া দরবার শরিফে গাম্ভীর্যপূর্ণ ও ধর্মীয় আবহে দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল শনিবার বাদ জোহর সমাপ্ত হয়েছে। শুক্রবার শুরু হওয়া এই মাহফিলে সভাপতিত্ব করেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরিফের পীর আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
পীরজাদা শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলির সুশৃঙ্খল পরিচালনা এবং পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলির সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি সফলভাবে অনুষ্ঠিত হয়। মাহফিল উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, শাজুলিয়া শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, মরহুম হযরত ফায়েজ উল্লাহ শাজুলি (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, হিফজ স¤পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরানো ও উপহার প্রদান, তা’লিমে জিকর এবং দেশ-বিদেশের বরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামের হৃদয়¯পর্শী ওয়াজ-নসিহত। শনিবার বাদ জোহর দরবার শরিফের পীর শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলির আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় মাহফিলের মূল আনুষ্ঠানিকতা।
পরে উপস্থিত আশেকান ও ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে শাজুলিয়া দরবার শরিফ পরিণত হয় এক পবিত্র মিলনমেলায়। ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার এ আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur