চাঁদপুরের তিনটি সংসদীয় আসন চাঁদপুর-৩ (সদর-হাইমচর), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-১ (কচুয়া) এ একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পৃথক তিনটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনসভায় তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশ শাসন করেছে কয়েকটি রাজনৈতিক দল, যারা বারবার ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা।

তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে জনগণকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া জনগণের দায়িত্ব। কোনো ধরনের কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা হলে তা প্রতিহত করতে জনগণকে সজাগ থাকতে হবে।
এর আগে সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর-৪ আসনের জনসভা এবং বিকেলে চাঁদপুর-১ (কচুয়া) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরোয়ার। তিনটি জনসভাতেই তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে জনগণের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এসব জনসভায় ১১ দলীয় জোট নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভা শেষে সন্ধ্যায় মিয়া গোলাম পরোয়ার চাঁদপুর ত্যাগ করেন।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
৩১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur