Home / উপজেলা সংবাদ / কচুয়া / ক্ষমতায় গেলে দুর্নীতি, মাদক, চাঁদাবাজ চিরতরে বন্ধ করবো: মিয়া গোলাম পরওয়ার
ক্ষমতায়

ক্ষমতায় গেলে দুর্নীতি, মাদক, চাঁদাবাজ চিরতরে বন্ধ করবো: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ক্ষমতায় যাওয়ার আগে পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় গেলে কি করবে। ৫৪ বছরে দেশ পরিচালনায় যারা ব্যার্থ হয়েছে দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজ চিরতরে বন্ধ করবো। কচুয়ার উন্নয়নে আমাদের প্রার্থী নিরলস কাজ করে যাবে। আগামীর কচুয়া বিনির্মাণে আপনারা আমাদের ১১ দলীয় জোটকে সমর্থন দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি আরো বলেন, ফ্যাঁসিবাদের পতন হয়েছে ঠিকই কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই। ন্যায় বিচার ও সু-শাসন গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ দল। জামায়াতে ইসলামীকে ভোট দিলে আপনারা জুলুমের শিকার হবেন না এবং প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে। বিগত সরকারের সময়ে জামায়াত নেতাদের উপর হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তিনি শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারী ডিগ্রি কলেজ মাঠে ১১দলীয় জোটের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট আবু তাহের মেজবাহ এর সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমীর মো: সিরাজুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: শাহাদাত হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: নেয়ামুল বশির (ছাতা), জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সমন্বয়ক মাহবুব আলম, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার যুগ্ন সম্পাদক হারুন রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিপি রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সদস্য মুফতি মাসুম বিল্লাহ মাদানী প্রমুখ। এদিকে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘীরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে কলেজ মাঠ জনসমুদ্রে রূপান্তর করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ জানুয়ারি ২০২৬