Home / চাঁদপুর / নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ: মাহাবুব আলম
নির্বাচনে

নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ: মাহাবুব আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম বলেছেন, প্রবাস থেকে একজন নেতা দেশে এসে কার্ড ব্যক্তি শুরু করেছেন। যখন তিনি দেখলেন তার কার্ড বিক্রির ট্যাবলেট মানুষ খাচ্ছে না, তাই গুপ্ত-সুপ্তের আলাপ শুরু করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ ছাত্র সংসদ নির্বাচনে এইসব গুপ্ত সুপ্তে আলাপ খাইনি। শিক্ষার্থীরা একচেটিয়া লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আগামী নির্বাচনেও শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাতে প্রস্তুত আছে। সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ।

৩১ জানুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর-৩ আসনে দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার। চাঁদপুর-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ শাজাহান খানের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম
৩১ জানুয়ারি ২০২৬