বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে ক্ষমতায় আসা তিনটি দলই রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালনে লজ্জাজনক ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুর্নীতি, দমন–পীড়ন ও অবিচারের দায়ে এই তিন দলের কোনোটি আজ মুক্ত নয়। প্রকৃত পরিবর্তন আনতে হলে এদেরকে না বলতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে জুলাই মাসে মানুষ রাজপথে নেমেছিল।
একটি মানবিক, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক দেশ গড়তে মানুষ জীবন দিয়েছে। সেই পরিবর্তন খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের দ্বারা আসতে পারে না। আমরা ১১ দল ঐক্যবদ্ধভাবে সেই পরিবর্তন আনতে চাই, ইনশাআল্লাহ।
জনসভায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সৎ মানুষদের রাজনৈতিক বিদ্বেষে বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। দেশের শীর্ষ আলেমদের তিলে তিলে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে প্রাণনাশ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। ব্যালট বিপ্লবের মাধ্যমে জুলুমের জবাব দিতে হবে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
এ সময় আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি মো. আবুল হোসেন ও মো. হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য ফয়সাল আহমেদ, জামায়াতের ব্যবসায়ী সংগঠনের জেলা সভাপতি শাহ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ও ছাত্র শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস ও ছাত্র শিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম, চাঁদপুর জেলা জামায়াতের শূরা সদস্য আব্দুল মান্নান খান, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. ইউনুছ হেলাল, সাবেক আমীর হাবিবুর রহমান খান, হাজীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আবুল হাসনাত, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি ফখরুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন- এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম, ফরিদগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান শরীফুল ইসলাম, ছাত্র শিবিরের চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল ও সেক্রেটারি মো. হাসিবুল হাসান, কারানির্যাতিত জুলাই যোদ্ধা ফাইয়াজ।
বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর চাঁদা না পেয়ে একটি গোষ্ঠী সহিংসতায় জড়িয়ে পড়ে, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। ক্ষমতায় যাওয়ার জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তাদের হাতে জনগণের জান-মাল নিরাপদ নয়। জামায়াতের নির্বাচনী গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছেন এবং নারীকর্মীকে লাঞ্ছিত করা হচ্ছে। এসব জুলুমের জবাব ব্যালটের মাধ্যমে দিতে জনগণের প্রতি আহ্বান করেন।
সভাপতির বক্তব্যে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ফরিদগঞ্জে একটি সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে ফরিদগঞ্জে কারিগরি কলেজ, স্টেডিয়াম, মহিলা কলেজ প্রতিষ্ঠা, ডাকাতিয়া নদীর সংস্কারসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিসমূহ বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।
জনসভা শেষে নেতাকর্মীরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur