Home / বিনোদন / সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন তায়েব ও ববি
সাংবাদিক

সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন তায়েব ও ববি

আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার গাজীপুর জেলায় সাংবাদিক মিলনমেলা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বড় আয়োজনের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও চিত্রনায়ক ডি এ তায়েব এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এই মিলনমেলায় অংশগ্রহণ করবেন।মিলনমেলা ও বনভোজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি অনুষ্ঠানের আনন্দকে দ্বিগুণ করবে।

অনুষ্ঠানে শুধুমাত্র সাংবাদিকরাই নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারকা, বিভিন্ন পেশার মানুষ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করবেন, যা অনুষ্ঠানটিকে আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নীলেরপাড়া সবুজ ছায়া রিসোর্টে, যেখানে জেলার সাংবাদিকরা মিলিত হয়ে আনন্দঘন পরিবেশে মতবিনিময় করবেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবেন।

এই মিলনমেলা শুধুমাত্র সাংবাদিকদের জন্য নয়, বরং স্থানীয় সমাজ ও সংস্কৃতির জন্যও এক গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে গণ্য করা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন মিলন মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক, সাংবাদিক ও অভিনেতা মোঃ মজিবুর রহমান রানা গাজী। 

প্রতিবেদক: অপু চৌধুরী
৩০ জানুয়ারি ২০২৬