এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় চাঁদপুর জেলায় ৬০ হাজার ৪শ’ ২২ জন পরীক্ষার্থী অংশ নেবে। রোববার (২২ নভেম্বর) এ পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় ইংরেজি বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়।
সারা জেলার ১ শ’ ৫৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ২ হাজার ৫শ’ ৪৫ জন অনুপস্থিত ছিলো। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ১ হাজার ৭শ’ ৮৬ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৭শ’ ৫৯ জন।
প্রাথমিকে সারা জেলায় ৫৩ হাজার ৬শ’ ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ৭শ’ ৯৩ জন ও ছাত্রী ২৯ হাজার ৮শ’ ৩৩ জন। ইবতেদায়ী সমাপনীতে ৬ হাজার ৭শ’ ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৬শ’ ১৬ জন ও ছাত্রী ৩ হাজার ১শ’ ৮০ জন। জেলার ১৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৯ হাজার ৫শ’ ৩৬ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৩ জন, ছাত্রী ৫ হাজার ৪শ’ ৫৩ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ১ হাজার ৯০ জন। এর মধ্যে ছাত্র ৫শ’ ৯০ জন, ছাত্রী ৫শ’ জন। পরীক্ষা কেন্দ্র ২৪টি।
হাজীগঞ্জে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৭ হাজার ৬শ’ ২২ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৪শ’ জন, ছাত্রী ৪ হাজার ২শ’ ২২ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ১ হাজার ৪ জন। এর মধ্যে ছাত্র ৫শ’ ৬২ জন, ছাত্রী ৪শ’ ৪২ জন। পরীক্ষা কেন্দ্র ২২টি।
মতলব দক্ষিণে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৪ হাজার ৫শ’ ৯১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৪০ জন, ছাত্রী ২ হাজার ৫শ’ ৫১ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ৫শ’ ৩৫ জন। এর মধ্যে ছাত্র ২শ’ ৮৯ জন, ছাত্রী ২শ’ ৪৬ জন। পরীক্ষা কেন্দ্র ১৫টি।
মতলব উত্তরে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৬ হাজার ৭শ’ ৮৮ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ২শ’ ৫৪ জন, ছাত্রী ৩ হাজার ৫শ’ ৩৪ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ৩শ’ ৮৬ জন। এর মধ্যে ছাত্র ২শ’ ১৬ জন, ছাত্রী ১শ’ ৭০ জন। পরীক্ষা কেন্দ্র ২৫টি।
শাহরাস্তিতে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৫ হাজার ৫শ’ ৩৪ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬শ’ ৬০ জন, ছাত্রী ২ হাজার ৮শ’ ৭৪ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ৮শ’ ৫০ জন। এর মধ্যে ছাত্র ৩শ’ ৯০ জন, ছাত্রী ৪শ’ ৬০ জন। পরীক্ষা কেন্দ্র ১৬টি।
ফরিদগঞ্জে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৮ হাজার ৭শ’ ৩০ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৭শ’ ৫৪ জন, ছাত্রী ৪ হাজার ৯শ’ ৭৬ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ১ হাজার ৫শ’ ৩১ জন। এর মধ্যে ছাত্র ৯শ’ ১৬ জন, ছাত্রী ৬শ’ ১৫ জন। পরীক্ষা কেন্দ্র ২৯টি।
কচুয়ায় প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৮ হাজার ৩শ’ ২৯ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫শ’ ৬৩ জন, ছাত্রী ৪ হাজার ৭শ’ ৬৬ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ১ হাজার ১শ’ ২২ জন। এর মধ্যে ছাত্র ৫শ’ ১৮ জন, ছাত্রী ৬শ’ ৪ জন। পরীক্ষা কেন্দ্র ১৫টি।
হাইমচর উপজেলায় প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ২ হাজার ৪শ’ ৯৬ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩৯ জন, ছাত্রী ১ হাজার ৪শ’ ৫৭ জন। ইবতেদায়ী সমাপনীতে পরীক্ষার্থী ২শ’ ৭৮ জন। এর মধ্যে ছাত্র ১শ’ ৩৫ জন, ছাত্রী ১শ’ ৪৩ জন। পরীক্ষা কেন্দ্র ৮টি।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে সোমবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ঐ পরীক্ষ ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্পেশাল করেসপন্ডেন্ট ।। আপডেট: ০৩:৪৭ এএম, ২৩ নভেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ